ফিলিস্তিনের গাজায় জিম্মিদের মুক্তি পাওয়ার প্রক্রিয়া শেষ হওয়ার পরপরই সেখানকার ভূগর্ভস্থ সুড়ঙ্গ নেটওয়ার্কের অবশিষ্টাংশ গুঁড়িয়ে দেওয়ার পরিকল্পনা করছে ইসরায়েল। যুক্তরাষ্ট্রের অনুমোদনের ভিত্তিতে এই পদক্ষেপ নেওয়া হবে বলে আজ রোববার ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ বলেছেন, যে দেশটির উদ্যোগে তিন দিন আগে গাজায় যুদ্ধবিরতি শুরু হয়েছে, সেই যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন একটি ‘আন্তর্জাতিক’ তদারকিতে এই ধ্বংস অভিযান চলবে। এক বিবৃতিতে কাৎজ বলেন, "জিম্মিদের মুক্তি পাওয়ার ধাপটি শেষ হলে ইসরায়েলের জন্য বড় চ্যালেঞ্জটি হবে গাজায় হামাসের সব সুড়ঙ্গ ধ্বংস করা। এ অভিযান পরিচালনার জন্য প্রস্তুত থাকতে আমি সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছি।" ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস গাজায় ভূগর্ভস্থ সুড়ঙ্গের একটি জটিল নেটওয়ার্ক পরিচালনা করে। এই সুড়ঙ্গগুলো ব্যবহার করে হামাস ইসরায়েলের গোয়েন্দা নজরদারির বাইরে থেকে কাজ করার সুযোগ পায়। এর মধ্যে কিছু সুড়ঙ্গ সীমানার বেড়ার...