আসন্ন নির্বাচনকে সামনে রেখে গোপালগঞ্জ-২ আসনে নির্বাচনি প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর আহ্বায়ক কমিটির সদস্য ও সম্ভাব্য প্রার্থী, 'গরীবের ডাক্তার' হিসেবে সুপরিচিত ডা. কে. এম. বাবর। এলাকার মানুষের কাছে ছুটে যাচ্ছেন তিনি, তুলে ধরছেন তার নির্বাচনি প্রতিশ্রুতি। এরই ধারাবাহিকতায়, ১২ই অক্টোবর (রবিবার) গোপালগঞ্জ পৌরসভার ১৩ নং ওয়ার্ডের অলিতে-গলিতে ও হাটবাজারে নির্বাচনি প্রচারণা চালান ডা. বাবর। সাধারণ মানুষের সাথে সরাসরি কথা বলে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের শুভেচ্ছা পৌঁছে দেন। এ সময় তিনি দেশে ন্যায়বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠা এবং স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। ডা. বাবরের বক্তব্যে বলেন, "আমি আপনাদের সন্তান, আপনাদের ভাই। নির্বাচিত হলে আমি আপনাদের সেবক হিসেবে কাজ করব। এই এলাকার প্রতিটি মানুষের জন্য উন্নত ও সহজলভ্য চিকিৎসাসেবা নিশ্চিত...