রবিবার (১২ অক্টোবর) ইউটিএল-এর আহ্বায়ক অধ্যাপক মো. আতাউর রহমান বিশ্বাস ও সদস্য সচিব অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইন এক যৌথ বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানান। বিবৃতিতে ইউটিএল নেতৃবৃন্দ বলেন, গণমাধ্যম সূত্রে জানা গেছে- সরকার ঘোষিত বাড়িভাড়া ভাতা বৃদ্ধিকে 'অপর্যাপ্ত ও অবাস্তব' আখ্যা দিয়ে তা প্রত্যাখ্যান করেছেন দেশের বেসরকারি এমপিওভুক্ত স্কুল ও কলেজের শিক্ষক-কর্মচারীরা। মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া ভাতার দাবিতে তারা রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘লাগাতার অবস্থান’ কর্মসূচি পালনকালে পুলিশ বাধা প্রদান করে। শিক্ষক-কর্মচারীদের সরিয়ে দিতে পুলিশ লাঠিচার্জ করে, সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করে। এতে কয়েকজন শিক্ষক-কর্মচারী আহত হয়েছেন বলে জানা গেছে। ইউটিএল নেতৃবৃন্দ এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, শিক্ষক সমাজের প্রতি এমন আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। শিক্ষকদের উপর এ ধরনের হামলা তাদের মর্যাদাকে ক্ষুণ্ণ...