চিলাহাটি স্থলবন্দর ঘিরে রেলপথে পণ্য আমদানি-রপ্তানির নতুন আশা দেখছেন ভারত-বাংলাদেশের আন্তর্জাতিক ব্যবসায়ী মহল। দক্ষিণাঞ্চলের খুলনা-মোংলা সমুদ্রবন্দর থেকে উত্তরাঞ্চলের নীলফামারীর চিলাহাটি সীমান্ত হয়ে ভারতের উত্তরবঙ্গের সঙ্গে সরাসরি ব্রডগেজ রেলপথ সংযুক্ত হয়েছে। এই রেলপথে শুধু ভারত নয়, ভুটান ও নেপালও মোংলা সমুদ্রবন্দর থেকে রেলপথে সরাসরি পণ্য আমদানি ও রপ্তানি করতে পারবে। চিলাহাটি সীমান্তে রেললাইনের ওপর পিরামিড আকৃতির সুদৃশ্য রেলগেট তৈরি করছে বাংলাদেশের রেল মন্ত্রণালয়। যা দেখে নতুন করে এই পথে বাণিজ্য চালুর সম্ভাবনা দেখা দিয়েছে। ৫৭ বছরের বিরতির পর ২০২১ সাল থেকে ভারতের হলদিবাড়ি ও বাংলাদেশের চিলাহাটি রেলপথে সরাসরি পণ্যবাহী ও আন্তঃদেশীয় ট্রেন পরিষেবা চালু হয়। তবে গত জুলাই মাসে আন্দোলনের পর এই রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। চলতি বছরের ১৮ আগস্ট বাংলাদেশের নৌপরিবহন মন্ত্রণালয় চিলাহাটি স্থলবন্দরকে অলাভজনক বন্দর আখ্যায়িত করে...