ভারতের পশ্চিমবঙ্গের দুর্গাপুরে দ্বিতীয় বর্ষের এক মেডিকেল ছাত্রী গণধর্ষণের শিকার হওয়ার ঘটনায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রশ্ন তোলায় তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। রোববার (১২ অক্টোবর) এক ব্রিফিংয়ে মুখ্যমন্ত্রী ধর্ষণের শিকার তরুণীর রাত সাড়ে ১২টায় বাইরে যাওয়া নিয়ে প্রশ্ন তোলেন। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, মমতা ব্যানার্জির এই মন্তব্যের পরই বিরোধী দল বিজেপির তীব্র তোপের মুখে পড়েন তিনি। বিজেপি অভিযোগ করেছে, মমতা কার্যত ভুক্তভোগীকেই দোষারোপ করছেন। এই ঘটনায় রাজ্যের নিরাপত্তা ও নারী সুরক্ষার বিষয়ে প্রশ্ন তুলেছে বিজেপি। মমতা বলেন, ‘তিনি (ধর্ষণের শিকার তরুণী) একটি বেসরকারি মেডিকেল কলেজে পড়াশোনা করছিলেন। এটি কার দায়দায়িত্ব? কীভাবে তিনি রাত সাড়ে ১২টার সময় বের হলেন?’ তিনি আরও বলেন, ‘বেসরকারি মেডিকেলকে তাদের শিক্ষার্থীদের নজরে রাখতে হবে। রাতের কালচার দেখতে হবে। শিক্ষার্থীদের রাতের বেলা বের হতে দেওয়া...