ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থী চূড়ান্তকরণে জোরেশোরে প্রস্তুতি নিচ্ছে বিএনপি। অক্টোবরে প্রার্থীদের প্রাথমিক তালিকা চূড়ান্ত করার লক্ষ্য নির্ধারণ করেছে দেশের অন্যতম বৃহৎ এই রাজনৈতিক দলটি। প্রার্থী বাছাইয়ের পাশাপাশি সমমনাদের সঙ্গে আসন ভাগাভাগি ও শরিকদের মনোনয়নের বিষয়েও দ্রুত সিদ্ধান্তে পৌঁছাতে চায় বিএনপির নীতিনির্ধারকেরা। দলটির শীর্ষ নেতৃত্ব নবীন ও প্রবীণ উভয় প্রজন্মকে একসঙ্গে যুক্ত করে নির্বাচনী প্রার্থী নির্ধারণে কাজ করছেন। তবে এবারের নির্বাচনে তরুণ প্রজন্ম, বিশেষ করে জেন-জি ভোটারদের ভূমিকা গুরুত্বপূর্ণ হবে এ বিষয়টি বিবেচনায় রেখে বিএনপি তরুণ নেতৃত্বকেও মনোনয়নে অগ্রাধিকার দেবে বলে জানা গেছে। দলীয় সূত্রে জানা গেছে, শতাধিক তরুণ সম্ভাব্য প্রার্থী ইতোমধ্যে নিজ নিজ এলাকায় নির্বাচনী মাঠে সক্রিয় রয়েছেন। তাদের মধ্যে রয়েছেন—আনিন্দ ইসলাম অমিত, আমিনুল হক, ব্যারিস্টার মীর হেলাল, নাসিরউদ্দিন অসিম, ইশরাক হোসেন, নিপুন রায় চৌধুরী, আব্দুল...