দেশ থেকে শিগগিরই বিদায় নিতে পারে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বা বর্ষা। দেশের প্রভাতের আকাশে হালকা কুয়াশা ও শিশিরে ইতিমধ্যেই শীতের আগমনের ইঙ্গিত স্পষ্ট হয়ে উঠেছে। বিশেষ করে উত্তরাঞ্চলের জেলা পঞ্চগড়ে শীতের আমেজ ক্রমশ বাড়ছে। সেখানে মাঝেমধ্যেই ঘন বা হালকা কুয়াশা দেখা দিচ্ছে, যা মৌসুমি পরিবর্তনের স্পষ্ট চিহ্ন। আবহাওয়া অধিদপ্তরের তিন মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, আসন্ন মৌসুমে একাধিক শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বাংলাদেশে। অক্টোবরের শুরুতে প্রকাশিত এই পূর্বাভাসে উল্লেখ করা হয়, এ সময়ে দেশে স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি বঙ্গোপসাগরে ৩ থেকে ৬টি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে ১ থেকে ২টি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। অক্টোবরের প্রথমার্ধেই দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু ধীরে ধীরে বাংলাদেশ থেকে সরে যাবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। এই সময়ে সারা দেশে...