বর্তমান সময়ে বাংলাদেশের গ্রাহক ও বিনিয়োগকারীদের মধ্যে একটি সাধারণ প্রশ্ন হলো, কোন ব্যাংকে টাকা রাখা সবচেয়ে নিরাপদ। বিশেষজ্ঞরা বলছেন, একটি ব্যাংকের স্থিতিশীলতা মূল্যায়নের জন্য একাধিক সূচক বিবেচনা করা হয়, যেমন ব্যাংকের ক্রেডিট রেটিং, নন-পারফর্মিং লোন (NPL), অ্যাসেট ও ডিপোজিট রেশিও, ক্যাপিটাল অ্যাডিকোয়েসি রেশিও (CAR), বছরের পর বছর ধরে সাস্টেইনেবল প্রফিট গ্রোথ, বোর্ড অফ ডিরেক্টরদের দক্ষতা এবং গ্রাহকের আস্থা। এই সূচকগুলো বিশ্লেষণ করে বলা যায়, কোন ব্যাংক ঝুঁকিমুক্ত ও সুরক্ষিত এবং কোন ব্যাংক তুলনামূলকভাবে ঝুঁকিপূর্ণ। ক্রেডিট রেটিং সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি সূচক। যেসব ব্যাংক লং-টার্ম রেটিং AAA, AA বা A পেয়ে থাকে, তারা তুলনামূলকভাবে স্থিতিশীল। বাংলাদেশ ব্যাংক এবং আন্তর্জাতিক রেটিং এজেন্সির তথ্য অনুযায়ী, শীর্ষ ব্যাংকগুলোর মধ্যে রয়েছে ব্র্যাক ব্যাংক, ইস্টার্ন ব্যাংক (EBL), ট্রাস্ট ব্যাংক, সিটি ব্যাংক, এনসিসি ব্যাংক, পুবালি ব্যাংক, ডাচ-বাংলা ব্যাংক,...