ফুটপাত, বাজার এবং বাসস্ট্যান্ড দখলের জন্য বিগত ১৭ বছর বিএনপি আন্দোলন করেনি বলে মন্তব্য করেছেন দলটির চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক কমিটির বিশেষ সহকারী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।তিনি বলেন, ৫ আগস্টের পর দলের কয়েকজন বিপথগামী নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে। আমরা ১৭ বছর আন্দোলন করেছি ফুটপাত, বাজার এবং বাসস্ট্যান্ড দখল করার জন্য নয়। আমরা লড়াই করেছি মুক্ত হওয়ার জন্য।রোববার (১২ অক্টোবর) বিকেলে রাজধানীর গোপীবাগে সূত্রাপুর, ওয়ারী, বংশাল, কোতোয়ালি এবং গেন্ডারিয়া থানা শ্রমিক দলের সাংগঠনিক সভায় তিনি এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের আহ্বায়ক সুমন ভূইয়া।সভায় প্রধান অতিথির বক্তব্যে ইশরাক হোসেন বলেন, শেখ হাসিনার আমলে মানুষ কথা বলতে পারতো না। দম বন্ধ হওয়ার মত অবস্থা ছিল। সাধারণ মানুষকে তৃতীয় শ্রেণির নাগরিক মনে করা হতো। আমি মনে করি আওয়ামী লীগ আর...