১৩ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম | আপডেট: ১৩ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম সাম্প্রতিক সময়ে খুলনাসহ দেশের বিভিন্ন অঞ্চলে একটি রহস্যময় গুঞ্জন ছড়িয়ে পড়েছে। সেলুনে সেলুনে নাকি ঘোরাফেরা করছে ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’ (জঅড) এর এজেন্টরা। অনেকেই বলছেন, এসব এজেন্ট সাধারণ খদ্দেরের ছদ্মবেশে সেলুনে আসে, চুপচাপ বসে থাকে, কেউ কেউ পত্রিকা পড়ে, আবার কেউ কোনো চুল কাটায় না, শুধু বসে থেকে চলে যায়। রাতের আঁধারে এসব চলাফেরা দেখে কৌতূহলী হচ্ছেন সাধারণ মানুষ। প্রশ্ন উঠছে, এটা কি নিছক গুজব, না এর পেছনে রয়েছে কোনো গোপন অপারেশনের ছায়া? গুজবের উৎস কোথায়?এ ধরনের কথাবার্তার শুরু কোথা থেকে তা নির্দিষ্ট করে বলা কঠিন। তবে স্থানীয়ভাবে জানা যায়, খুলনার কিছু সেলুনকেন্দ্রিক গুজব হঠাৎ করেই ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়া, চায়ের দোকান ও বাজার-ঘাটে। বিশেষ করে যখন দেখা...