১৩ অক্টোবর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ১৩ অক্টোবর ২০২৫, ১২:০১ এএম মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা দেওয়ার প্রজ্ঞাপন জারির দাবিতে গতকাল রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত কিছু শিক্ষক। এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের ব্যানারে এই কর্মসূচির নেতৃত্ব দেন এক সময়ে আওয়ামীপন্থী এবং বর্তমানে জামায়াতপন্থী শিক্ষক নেতা দেলোয়ার হোসেন আজিজী। সারাদেশ থেকে কয়েকশ শিক্ষককে ঢাকায় ডেকে এনে তাদের রেখে মন্ত্রণালয়ে চা-নাশতা খাওয়া এবং প্রেসক্লাবের সামনে তাদের রেখে অন্যত্র সটকে পড়ায় ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষকরা। একটি অংশকে নিয়ে তিনি শহীদ মিনারে অবস্থান নিলেও অন্য একটি অংশকে পুলিশের লাঠিপেটা, জলকামান ও সাউন্ড গ্রেনেডের মুখে ফেলে যান। ফলে আজিজীর নেতৃত্বে একাংশ শহীদ মিনারে অবস্থান নিলেও বিক্ষুব্ধ অন্য অংশের শিক্ষকরা রাতেই ঢাকা ত্যাগ করেন। তবে প্রিন্সিপাল...