১৩ অক্টোবর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ১৩ অক্টোবর ২০২৫, ১২:০১ এএম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মেঘনা-গোমতী ব্রিজের টোলের অর্থ আত্মসাৎ, আর্থিক ক্ষতিসাধন ও ক্ষমতার অপব্যবহারের দায়ে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল রোববার সংস্থার সহকারী পরিচালক মো. তানজিল হাসান বাদী হয়ে এ মামলা দায়ের করেন। এজাহারভুক্ত আসামিরা হলেনÑ শেখ হাসিনা, আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, খন্দকার মোশাররফ হোসেন, ওবায়দুল কাদের, আনিসুল হক, এম এ মান্নান, তৎকালীন সড়ক ও যোগাযোগ মন্ত্রণালয়ের সচিব এম এ এন ছিদ্দিক, অতিরিক্ত সচিব মো. ফারুক জলিল, উপসচিব মোহাম্মদ শফিকুল করিম, প্রকৌশলী মো. ফিরোজ ইকবাল, ইবনে আলম হাসান, মো. আফতাব হোসেন খান, মো. আব্দুস সালাম, ঠিকাদার প্রতিষ্ঠান সিএনএস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মুনীর উজ জামান চৌধুরী, পরিচালক সেলিনা চৌধুরী ও...