১৩ অক্টোবর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ১৩ অক্টোবর ২০২৫, ১২:০১ এএম জুনিয়র (অনূর্ধ্ব-২১) হকি বিশ্বকাপকে সামনে রেখে মালয়েশিয়ার পর এবার সুইজারল্যান্ডে চারটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ যুব হকি দল। এই ম্যাচগুলো খেলে দেশে ফিরে পরে জুনিয়র বিশ্বকাপের ভেন্যু চেন্নাইয়ের মাদুরাইতে যাবেন লাল-সবুজের যুবারা। তথ্যটি গতকাল নিশ্চিত করে বাংলাদেশ হকি ফেডারেশনের (বাহফে) সাধারণ সম্পাদক লে. কর্ণেল (অব.) রিয়াজুল হাসান। তিনি বলেন, ‘প্রস্তুতিমূলক ম্যাচ খেলতে ২৮ বা ২৯ অক্টোবর বাংলাদেশ অনূর্ধ্ব-২১ দল সুইজারল্যান্ডের উদ্দেশ্যে রওয়ানা হবে। লুজানে এক সপ্তাহের অনুশীলন ক্যাম্প করবে তারা। এরপর চারটি প্রস্তুতি ম্যাচও খেলবে বাংলাদেশের ছেলেরা।’ জুনিয়র হকি বিশ্বকাপ উপলক্ষ্যে ইতোমধ্যে ২০ সদস্যের দল ঘোষণা করেছে বাহফে। ভারতের তামিলনাড়–তে আগামী ২৮ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে জুনিয়র (অনূর্ধ্ব-২১) হকি বিশ^কাপের খেলা। ২৪টি দল খেলবে এই...