১৩ অক্টোবর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ১৩ অক্টোবর ২০২৫, ১২:০১ এএম আফগানিস্তানের সঙ্গে সীমান্তে গত শুক্রবার গভীর রাতে শুরু হওয়া ভয়াবহ সংঘর্ষে পাকিস্তান সেনাবাহিনীর অন্তত ২৩ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ২৯ জন আহত হয়েছেন বলে জানিয়েছে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। সংস্থাটি দাবি, পাল্টা হামলায় পাকিস্তানি বাহিনী আফগান পক্ষের ২০০ জনেরও বেশি তালেবান যোদ্ধা ও তাদের সহযোগী সন্ত্রাসীকে হত্যা করেছে এবং একাধিক প্রশিক্ষণ ঘাঁটি, অস্ত্রাগার ও কমান্ড সেন্টার ধ্বংস করেছে। যদিও তাদের বিশ্লেষণ ও বিশ্বাসযোগ্য গোয়েন্দা মূল্যায়নের ভিত্তিতে সংঘর্ষে তালেবান ও সংশ্লিষ্ট সন্ত্রাসীদের মধ্যে প্রকৃতপক্ষে ব্যাপক হতাহত হয়েছে এবং আহতের সংখ্যা আরো বেশি হতে পারে। আইএসপিআরের বিস্তারিত বিবৃতিতে বলা হয়েছে, গত শনি ও রোববার রাতভর আফগান মাটি থেকে তালেবান ও ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’-এর সহায়তাপুষ্ট ‘ফিতনা-আল-খাওয়ারিজ’ নামের...