১৩ অক্টোবর ২০২৫, ১২:২৮ এএম | আপডেট: ১৩ অক্টোবর ২০২৫, ১২:২৮ এএম রাজধানীর পান্থপথে এনভয় টেক্সটাইলস লিমিটেড-এর কর্পোরেট অফিসে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি)-এর একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। গতকাল এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সম্প্রতি এডিবি থেকে কোম্পানির সম্প্রসারণ ও টেকসই উন্নয়নমূলক কর্মকা-ের জন্য অনুমোদিত ৩০ মিলিয়ন মার্কিন ডলারের অর্থায়ন প্যাকেজের পরিপ্রেক্ষিতে এ সভা অনুষ্ঠিত হয়। এডিবি প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বাংলাদেশ রেসিডেন্ট মিশনের কান্ট্রি ডিরেক্টর হোয়ে ইউন জিয়ং। তার সঙ্গে উপস্থিত ছিলেন ইনভেস্টমেন্ট অফিসার মো. মেহেদী হাসান এবং ফাইন্যান্স, প্রাইভেট সেক্টর ও পাবলিক সেক্টর ম্যানেজমেন্ট অ্যান্ড গভর্নেন্স গ্রুপ-এর অফিসার ফারজানা রহমান। এনভয় টেক্সটাইলস-এর পক্ষে বৈঠকে উপস্থিত ছিলেন এনভয় টেক্সটাইলস লিমিটেডের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান কুতুবউদ্দিন আহমেদ এবং প্রতিষ্ঠানটির অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা। সভায় এডিবি ও এনভয় টেক্সটাইলসের পারস্পরিক সহযোগিতা জোরদার...