১৩ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম | আপডেট: ১৩ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম নারায়ণগঞ্জে ফতুল্লার ধর্মগঞ্জে অবস্থিত এসরোটেক্স গ্রুপের চাকরিচ্যুত ২২০ শ্রমিক বকেয়া সার্ভিস চার্জ পরিশোধ ও ৩০ শ্রমিকের নামে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে জেলা প্রশাসকের গেটের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন। গতকাল রোববার জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অবস্থান নেন তারা। টানা দুই ঘণ্টা অবস্থান শেষে জেলা প্রশাসকের প্রতিনিধির সঙ্গে বৈঠকে বসেন শ্রমিকরা। অবস্থান কর্মসূচিতে অংশ নেয়া সুইং অপারেটর রুবিনা ইসলাম বলেন, বাবা-মা, ভাই-বোনদের থেকে ৫০০ থেকে হাজার টাকা ধার নিয়ে চলতে হচ্ছে। কিন্তু ঘর ভাড়া ও দোকান ভাড়া তো আর মানে না। কোনো রকম ডাল-ভাত খেয়ে চলতাছি। আজকে যখন চালের ডিব্বা খুলে চাল দেখি নাই, তখন আমরা রাস্তায় নামতে বাধ্য হয়েছি।অন্য শ্রমিক মো. নাঈম বলেন, দুই মাস ধরে দফতরে...