১৩ অক্টোবর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ১৩ অক্টোবর ২০২৫, ১২:০১ এএম বাংলাদেশ জাতীয় ফুটবল দলের স্প্যানিশ প্রধান কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা বলেছেন, ‘হামজা এখন বাংলাদেশ দলের নেতা’। কেনই বা কোচ বলবেন না এমন কথা? ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা বাংলাদেশের হামজা দেওয়ান চৌধুরী যখন থেকে লাল-সবুজ জার্সি গায়ে খেলা শুরু করেছেন, ঠিক তখন থেকেই যেন বাংলাদেশ ফুটবলের চিত্রটা পাল্টে গেছে। দেশের মৃতপ্রায় ফুটবলে জোয়ার এসেছে। টিকিট কেটে দর্শকরা হুমড়ি খেয়ে পড়ছেন স্টেডিয়ামে! যা কিছুদিন আগেও দেখা যায়নি। সমর্থকদের আত্মবিশ্বাস বাড়াতে হামজাও মাঠে নিজের সেরাটা দিতে চেষ্টা করছেন। যার প্রমান এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে ভারত, সিঙ্গাপুর ও হংকং চায়নার বিপক্ষে ম্যাচ তিনটি। তাইতো হামজাকে এখন জাতীয় দলের নেতা বলছেন কোচ ক্যাবরেরা। হংকং চায়নার বিপক্ষে ‘সি’ গ্রুপের ফিরতি ম্যাচ খেলতে এখন সেখানে অবস্থান...