১৩ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম | আপডেট: ১৩ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম বিলুপ্ত পাখি হুইয়ার একটি বিরল এবং অত্যন্ত সুসংরক্ষিত ‘পালক’ ৪৬ হাজার নিউজিল্যান্ড ডলার বা ২৮ হাজার ৩৬৫ মার্কিন ডলারে নিলামে বিক্রি হয়েছে, যা আনুষ্ঠানিকভাবে বিশ্বের সবচেয়ে দামি ‘পালক’ হয়ে উঠেছে। বিদেশী গণমাধ্যমের মতে, নিউজিল্যান্ডের আদিবাসী হুইয়া পাখিটি বিংশ শতাব্দীর গোড়ার দিকে বিলুপ্ত হয়ে গেছে। ইউরোপীয়রা যখন দ্বীপে এসেছিল, তখন পাখিটি ইতিমধ্যেই বিরল ছিল, কিন্তু এর পালকগুলি সংগ্রাহক এবং ফ্যাশন ব্যবসায়ীদের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছিল, যার ফলে শেষ পর্যন্ত পাখিটি সম্পূর্ণ বিলুপ্ত হয়ে যায়।পাখির এসব পালক এখনও সংগ্রাহকদের মধ্যে অত্যন্ত মূল্যবান বলে বিবেচিত হয়, তাই বিশ্বের সবচেয়ে দামি পালকটি হুইয়া পাখির হওয়া অবাক করার মতো কিছু নয়। নিলামে নিষ্পাপ হোয়া পালকটি ৩ হাজার ডলার পর্যন্ত বিক্রি হওয়ার কথা ছিল, কিন্তু...