১৩ অক্টোবর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ১৩ অক্টোবর ২০২৫, ১২:০১ এএম নির্বাচন কমিশনের (ইসি) ঘোষিত রোডম্যাপ অনুযায়ী নতুন রাজনৈতিক দল নিবন্ধনের সকল কার্যক্রম সম্পন্ন হওয়ার কথা ছিল গেল সেপ্টেম্বর মাসে। এছাড়াও এ মাসে দেশের সকল রাজনৈতিক দলের সাথে নির্বাচনী সংলাপের কথাও ছিল। কিন্তু দল নিবন্ধন, প্রতীক সংকট এবং নির্বাচন কমিশনের আরপিও (গণপ্রতিনিধিত্ব আদেশ) সংশোধন আইন মন্ত্রণালয়ে ঝুলে থাকার ফলে ইসি এখনও রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করতে পারছে না। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গত ২৮ সেপ্টেম্বর নির্বাচনী সংলাপ শুরু করেছে ইসি। গত ২৮ সেপ্টেম্বর সুধীসমাজের প্রতিনিধি ও শিক্ষাবিদদের সঙ্গে সংলাপের মধ্য দিয়ে সংলাপ কার্যক্রম শুরু করে গণমাধ্যম প্রতিনিধি, নির্বাচন বিশেষজ্ঞ ও নারী নেতাদের সঙ্গে সংলাপের আয়োজন করা হয়। এর পরই রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসার কথা...