নেতৃবৃন্দ আরও বলেন, এই রাষ্ট্র শিক্ষকদের প্রাপ্য মর্যাদা প্রদানে বারবার ব্যর্থ হয়েছে। বিশেষ করে ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর রাষ্ট্রের দায়িত্ব ছিল শিক্ষকদের যথাযথ মর্যাদা নিশ্চিত করে একটি আদর্শ জাতি গঠনে উদ্যোগ নেওয়া। অনেকগুলো কমিশন হলো, শিক্ষা সংস্কারে কোনো কমিশন পর্যন্ত হয়নি।আন্দোলনরত শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়ে ইউটিএল নেতৃবৃন্দ বলেন, আপনারা আপনাদের ন্যায্য দাবিসমূহ শান্তিপূর্ণ উপায়ে উপস্থাপন করুন, যাতে দ্রুত সমস্যার সমাধান সম্ভব হয়। এই সমস্যার গ্রহণযোগ্য ও যোক্তিক সমাধান প্রত্যাশা করেন ইউটিএল নেতৃবৃন্দ।...