কেউ কাঁথা বিছিয়ে ব্যাগ মাথার নিচে দিয়ে ঘুমিয়েছেন, কেউ সামান্য কাগজ বা মাদুর পেতে শুয়েছেন; ৩ দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে এভাবেই রাতযাপন করছেন এমপিভুক্ত বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষকরা।রোববার (১২ অক্টোবর) রাত ১২টা নাগাদ কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় এমন চিত্র দেখা গেছে।সরেজমিনে দেখা যায়, শিক্ষকদের অনেকেই ঘুমানোর প্রস্তুতি নিচ্ছেন। অনেকেই ইতোমধ্যে ঘুমিয়ে গেছেন।তারা জানিয়েছেন, ৩ দফা দাবিতে প্রজ্ঞাপন না হলে তারা এখান থেকে যাবেন না।অন্যদিকে আজ শহীদ মিনার থেকে অনির্দিষ্টকালের জন্য সh এমপিওভুক্ত প্রতিষ্ঠানে কর্মবিরতি ঘোষণা করেছেন আন্দোলনকারীরা।রাতে শিক্ষকদের অবস্থান তুলে ধরে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সভাপতি দেলাওয়ার হোসাইন আজিজী বলেন, ইতোমধ্যে আমাদের নিরীহ শিক্ষকদের ওপর পুলিশের পক্ষ থেকে লাঠিচার্জ করা হয়েছে, টিয়ারশেল-জলকামান নিক্ষেপ করা হয়েছে। আমাদের শিক্ষকদের পিটিয়ে রক্তাক্ত করা হয়েছে।তিনি বলেন, আমাদের কর্মবিরতির কর্মসূচি মঙ্গলবার ছিল। যেহেতু আমাদের...