ছত্রিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে দেশের অন্যতম নাট্যদল 'নাট্যকেন্দ্র'। রাজধানীর নাটক সরণীর মহিলা সমিতির নীলিমা ইব্রাহীম মিলনায়তনে শনিবার বসেছিল দলটির নবীন-প্রবীণ নাট্যকর্মীদের মিলনমেলা। তারিক আনাম খান, ঝুনা চৌধুরী, জাহিদ হাসান, তৌকীর আহমেদ, মোশাররফ করিমের মত তারকাশিল্পীদের অনেকে এই নাট্যদলের হয়ে মঞ্চে অভিনয় করেছেন। পরবর্তীতে তারা পর্দায় অভিনয় করে পেয়েছেন খ্যাতি। এই নাট্যদলে যুক্ত আছেন ইউসুফ হাসান অর্কের মত নাট্যশিক্ষকও। দলের প্রতিষ্ঠাবার্ষিকীর প্রীতি সম্মিলনে পুরনো কর্মীদের সঙ্গে নবীনরাও উপস্থিত হয়ে মেতেছিলেন নাট্য প্রদর্শনী, প্রীতি সম্মিলন ও কথোপকথনে। শুক্র ও শনিবার দুই সন্ধ্যায় মঞ্চস্থ হয়েছে নাট্যকেন্দ্র প্রযোজিত নাটক 'পুণ্যাহ'। বদরুজ্জামান আলমগীরের লেখা নাটকটি নির্দেশনা দিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ইউসুফ হাসান অর্ক। দ্বিতীয় দিন বিকেলে দলটির প্রধান তারিক আনাম খানের সঞ্চালনায় অনুষ্ঠিত হয় প্রীতি সম্মিলন। এতে দলটির নবীন-প্রবীণ সদস্যরা অংশ নেন। 'পুণ্যাহ' নাটকের নির্দেশক...