চট্টগ্রামে সংঘর্ষের জেরে গানের অনুষ্ঠান ‘পণ্ড’ হওয়ার ঘটনায় বেদনায় আচ্ছন্ন হয়ে আছেন ব্যান্ড দল আর্টসেলের লিড গিটারিস্ট কাজী ফায়সাল আহমেদ। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, “এমন ঘটনা তো আমরা কেউই আশা করি না। ‘কনসার্টে’ মানুষ আনন্দ করতেই আসেন। কিন্তু যা ঘটলো, তা তো ভীষণ বেদনার, ভীষণ কষ্টের।” শনিবার রাতে চট্টগ্রামের জিইসি মোড়ের একটি ‘কনভেনশন সেন্টারে’ আয়োজিত গানের অনুষ্ঠানে দুই পক্ষের সংঘর্ষ হয়। সে সময় একজনের গুলিবিদ্ধ হওয়ার তথ্য দিয়েছে পুলিশ। এক প্রত্যক্ষদর্শীর দাবি, গানের অনুষ্ঠানে ‘জয় বাংলা‘ স্লোগান দেওয়া নিয়ে সংঘর্ষের সূত্রপাত ঘটে। কাজী ফায়সাল বলেন, আয়োজকেরা প্রথমে উন্মুক্ত জায়গায় কনসার্ট করার পরিকল্পনা করলেও, তা ‘অনুমতি জটিলতার’ কারণে পরে ‘ইনডোরে’ করতে হয়। সেখানে কী হয়েছিল, জানতে চাইলে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মাগরিবের আজানের পর পর আমাদের মঞ্চে ওঠার কথা...