দিনাজপুর জেলা কারাগার থেকে ভুয়া জামিননামা দাখিল করে এক মাদক মামলার আসামিকে মুক্ত করার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত কারারক্ষী নিজামুল হককে সাময়িক বরখাস্ত করেছে কর্তৃপক্ষ। এ ঘটনায় জড়িত কারারক্ষী মো. নিজামুল হক (২৮) ও জেলার পার্বতীপুর থানার আমেরিকান ক্যাম্পের আনোয়ার হোসেনের ছেলে মো. আরিফুল ইসলাম (২৭)। আসামির বিরুদ্ধে জেলা ও দায়রা জজ আদালতের পক্ষ থেকে করা মামলায় দুজনকে পাঁচ দিন করে রিমান্ডে নিয়েছে পুলিশ। গতকাল রবিবার দুপুরে দিনাজপুরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সামিউল ইসলাম পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন। দিনাজপুর সদর সার্কেলে অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল হালিম এ তথ্য নিশ্চিত করেছেন। জানা গেছে, একটি মাদক মামলায় জেলার পার্বতীপুর থানার পুলিশ গত সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে আসামি মো. আরিফুল ইসলামকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তিন মাসের কারাদ-ে দ-িত...