কোপা আমেরিকাজয়ী আর্জেন্টিনা ও ইউরোজয়ী স্পেন কবে কোথায় লা ফিনালিস্সিমার তৃতীয় ফাইনালে লড়াইয়ে নামবে, সে বিষয় জানাল স্প্যানিশ গণমাধ্যম। ভেন্যু-সময় এখনও পুরোপুরি নির্ধারণ না হলেও সম্ভাব্য আয়োজক হিসেবে কাতার আলোচনার শীর্ষে। ২০২৬ সালের মার্চে হবে এক ম্যাচের শিরোপা নির্ধারণী মহারণ। তারিখ ধরা হয়েছে ২৬ থেকে ৩১ মার্চের মধ্যে, ২৮ তারিখ ম্যাচটি হওয়ার সম্ভাবনা আছে। কাতারের পাশাপাশি সৌদি আরব এবং লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামও আয়োজক হতে দৌড়ে নেমেছে। ইউরোপীয় গণমাধ্যমগুলোর মতে, কাতার ২৮শে মার্চ, ২০২৬ ইউরোপীয় চ্যাম্পিয়ন স্পেন এবং লাতিন চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মধ্যে ফিনালিস্সিমা আয়োজন করতে আগ্রহী। তারা লুসাইল স্টেডিয়াম ভেন্যু হিসেবে রাখার...