মোট ৬৬১ রানের এক বিশাল ম্যাচের দেখা মিলল মেয়েদের বিশ্বকাপে। মেয়েদের ওয়ানডে ইতিহাসে সর্বোচ্চ রানতাড়ার রেকর্ড গড়েছে অস্ট্রেলিয়া। ভারতের দেয়া ৩৩১ রানের লক্ষ্য ১ ওভার ও ৩ উইকেট হাতে রেখে টপকে গেছে অজিরা। অধিনায়ক অ্যালিসা হিলির ১০৭ বলে ১৪২ রানের মহাকাব্যিক ইনিংসে ৩ উইকেটে ইতিহাস গড়া জয় তুলেছে দলটি। বিশাখাপত্তমে মেয়েদের বিশ্বকাপে টসে জিতে ভারতকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান অ্যালিসা। ৪৮.৫ ওভারে সব উইকেট হারিয়ে ৩৩০ রানের সংগ্রহ গড়ে হারমানপ্রিত কৌরের দল। জবাবে নেমে ৪৯ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩৩১ করে ইতিহাস গড়ে অ্যালিসার দল। ওপেনিং জুটিতে ১৫৫ রান যোগ করেন স্মৃতি মান্দানা ও প্রাতিকা রাওয়াল। ৬৬ বলে ৮৮ করে আউট হন স্মৃতি। প্রাতিকা ফেরেন ৯৬ বলে ৭৫ করে। হারলিন দেওল করেন ৪২ বলে ৩৮ রান। কৌর করেন ১৭ বলে ২২...