চীনের ওপর অতিরিক্ত ১০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দেওয়ার মাত্র কয়েক দিন পরই সুর নরম করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ রোববার (১২ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে জানিয়েছেন, যুক্তরাষ্ট্র চীনকে আঘাত করতে চায় না, বরং সাহায্য করতে চায়। খবর বার্তা সংস্থা এএফপির। নিজের মালিকানাধীন ‘ট্রুথ সোশ্যাল’ প্ল্যাটফর্মে ট্রাম্প লেখেন, ‘ইউএসএ চীনকে সাহায্য করতে চায়, আঘাত নয়!!!’ তিনি আরও যোগ করেন, ‘সম্মানিত প্রেসিডেন্ট শি (জিনপিং)... তার দেশের জন্য মন্দা চান না।’ প্রেসিডেন্ট ট্রাম্পের এই মন্তব্যে দুই দিন আগেই তিনি চীন থেকে আমদানিকৃত পণ্যের ওপর অতিরিক্ত শুল্কের হুমকি দিয়েছিলেন। গত শুক্রবার (১০ অক্টোবর) তিনি বলেছিলেন, চীনের বিরল মৃত্তিকা খনিজ রপ্তানিতে আগামী ১ নভেম্বর থেকে অতিরিক্ত শুল্ক কার্যকর হবে। উল্লেখ্য, এই বিরল খনিজগুলো স্মার্টফোন, ইলেকট্রিক গাড়ি ও সামরিক সরঞ্জামের মতো উচ্চ প্রযুক্তির...