১৩ অক্টোবর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ১৩ অক্টোবর ২০২৫, ১২:০১ এএম বিশ্বকাপ ২০২৬ ইউরোপ অঞ্চলের বাছাই পর্বের ম্যাচে জয় পেয়েছে স্পেন, ইতালী, পর্তুগাল ও নরওয়ে। শনিবার অনুষ্ঠিত ম্যাচে স্পেন ২-০ গোলে জর্জিয়াকে পরাজিত করে। রিপাবলিক অব আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র গোলে জিতেছে পর্তুগাল। এছাড়া এস্তোনিয়াকে ৩-১ গোলে হারিয়েছে ইতালী। অন্যম্যাচে আরলিং হালান্ডের হ্যাটট্রিকে ইসরাইলকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে নরওয়ে। ইউরো চ্যাম্পিয়ন স্পেন বিশ্বকাপ বাছাইপর্বে দুর্দান্ত ছন্দ ধরে রেখেছে। শনিবার এলচের স্টাডিও মার্টিনেজ ভ্যালেরোয় জর্জিয়াকে ২-০ গোলে হারিয়ে গ্রুপ ‘ই’এর শীর্ষস্থান আরও মজবুত করল লুইস দে লা ফুয়েন্তের দল। ঘরের মাঠে ২৪ মিনিটে ক্রিস্টাল প্যালেসের উইঙ্গার পিনো সান্তোসের গোলে এগিয়ে যায় স্পেন। প্রথমার্ধেই লিড দ্বিগুণ করার সুযোগ পেয়েছিল স্পেন। ২৮ মিনিটে ফেরান তোরেসকে ফাউল করেন জর্জিয়া গোলরক্ষক গিওর্গি মামারদাশভিলি। ভিএআর দেখে...