১৩ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম | আপডেট: ১৩ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম স্বামী দিদারুল আলমকে (৩০) দুধের সাথে ঘুমের বড়ি খাওয়ান স্ত্রী কোহিনূর আক্তার (২৭)। এরপর তার বুকের ওপর বসে নাকে মুখে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে মৃত্যু নিশ্চিত করেন। পরে বস্তায় ভরে লাশ ভাসিয়ে দেন খালে। লাশ গুমে কোহিনূর আক্তারকে সহযোগিতা করেন তার পরকীয়া প্রেমিক মো. হামজা ওরফে হানজালা (২৬) ও তার বন্ধু মো সেলিম (২৭)। চাঞ্চল্যকর এই খুনের ঘটনা ঘটে পার্বত্য রাঙামাটি জেলার চন্দ্রঘোনা থানার কোদালা গ্রামে। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই চট্টগ্রাম জেলা শাখার তদন্তে ক্লুলেস এই হত্যা মামলার রহস্য উদঘাটন হয়। পিবিআই বলছে, একাধিক পুরুষের সঙ্গে পরকীয়ার জেরেই স্বামীকে খুনের কথা স্বীকার করেছেন কোহিনূর আক্তার। কোহিনূর ও তার সহযোগীরা দিদারের লাশ খালে ভাসিয়ে দেয়ার কথা স্বীকার...