১৩ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম | আপডেট: ১৩ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনে জমজমাট প্রচার চলছে। প্রার্থীদের পদচারণায় মুখরিত ক্যাম্পাস। শেষ সময়ে ভোটারদের সমর্থন আদায়ে ব্যস্ত সময় পার করছেন চাকসু ও হল সংসদের প্রার্থীরা। ছাত্রদল সমর্থিত প্যানেলের পাশাপাশি শিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরাও ভোটের মাঠে সরব রয়েছেন। এদিকে নির্বাচনের সকল প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে। চাকসু নির্বাচনে ভোট হবে স্বচ্ছ ব্যালট বাক্সে। ভোট দেয়ার গোপন কক্ষও সিসিটিভি ক্যামেরার আওতায় থাকবে। গতকাল রোববার সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব তথ্য জানান নির্বাচন কমিশনার অধ্যাপক মনির উদ্দিন। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সিনেট কক্ষে এ সভা হয়েছিল। তিনি বলেন, বিদ্যুৎ চলে গেলেও ফুটেজ সংরক্ষিত থাকবে। প্রতি কেন্দ্রে দুটি করে মেডিকেল টিম থাকবে। ১৪ অক্টোবর থেকে পরিচয়পত্র ছাড়া...