১৩ অক্টোবর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ১৩ অক্টোবর ২০২৫, ১২:০১ এএম দুবাইয়ে দুই প্রীতি ম্যাচ খেলে গত শুক্রবার জর্ডানে পৌঁছায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দলের মেয়েরা। যেখানে এএফসি অনূর্ধ্ব-১৭ নারী এশিয়ান কাপ বাছাইয়ে অংশ নেবে তারা। বাছাইয়ের মূল লড়াই আজ শুরু হচ্ছে বাংলাদেশের। ‘এইচ’ গ্রুপে এই লড়াইয়ে লাল-সবুজদের প্রথম প্রতিপক্ষ স্বাগতিক জর্ডান। আকাবা স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু হবে জর্ডান-বাংলাদেশ ম্যাচটি। বাছাইয়ে কঠিন গ্রুপে পড়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ নারী দল। গ্রুপে স্বাগতিকরা ছাড়াও লাল সবুজের মেয়েদের অন্য প্রতিপক্ষ চাইনিজ তাইপে। তারপরও অর্পিতা বিশ্বাসদের স্বপ্ন বাছাই পর্ব টপকে মূল পর্বে খেলা। লক্ষ্যপূরণে ভালোমানের প্রস্তুতির জন্য সংযুক্ত আরব আমিরাতে দু’টি প্রীতি ম্যাচও খেলেছে বাংলাদেশ দল। সিরিয়াকে ২-০ গোলে হারিয়ে আরব আমিরাতের বিপক্ষে ৩-০ ব্যবধানে জিতে আত্মবিশ্বাস নিয়েই জর্ডানে যান অর্পিতারা। বাছাইয়ের প্রথম ম্যাচে...