১৩ অক্টোবর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ১৩ অক্টোবর ২০২৫, ১২:০১ এএম প্রীতি ম্যাচে ভেনেজুয়েলার বিপক্ষে গ্যালারিতে বসে নিজ দলের খেলা উপভোগ করেছেন লিওনেল মেসি। ঐ ¤্রাচে দলের সাথে না থাকলেও একদিন পর ঠিকই জ্বলে উঠেছেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী তারকা। মেজর লিগ সকারে গুরুত্বপূর্ণ ম্যাচে দলকে তিনি জেতালেন বড় ব্যবধানে। গতকাল বাংলাদেশ সময় সকালে মেজর লিগ সকারের ম্যাচে আটলান্টা ইউনাইটেডকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে ইন্টার মিয়ামি। দলের হয়ে প্রথম ও শেষ গোলটি করেন মেসি। ২৬ গোল নিয়ে গোল্ডেন বুটের লড়াইয়ে নিজের অবস্থান আরও পোক্ত করেন মিয়ামি অধিনায়ক। মাঝের দুটি গোল করেন মেসির সাবেক দুই বার্সেলোনা সতীর্থ জর্র্ডি আলবা ও লুইস সুয়ারেজ। আলবার গোলটি আসে মেসির অসাধারণ এক ছোঁয়া থেকে। লিগে গোলের তালিকায় যেমন শীর্ষে মেসি, তেমনি অ্যাসিস্টের তালিকায়ও এখন যৌথভাবে...