১৩ অক্টোবর ২০২৫, ১২:১৯ এএম | আপডেট: ১৩ অক্টোবর ২০২৫, ১২:১৯ এএম শরিয়াহভিত্তিক সোশ্যাল ইসলামী ব্যাংকের পরিচালনা পরিষদদ থেকে পদত্যাগ করেছেন প্রতিষ্ঠানটির একমাত্র শেয়ারধারী পরিচালক ও সাবেক চেয়ারম্যান মো. রেজাউল হক। গতকাল তিনি ব্যাংকের চেয়ারম্যানের কাছে পদত্যাগপত্র জমা দেন। সোশ্যাল ইসলামী ব্যাংকসহ শরিয়াহভিত্তিক পাঁচটি ব্যাংক একীভূত করার সরকারি সিদ্ধান্তের পরই এ পদত্যাগের ঘটনা ঘটল। গত বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সভায় একীভূত সংক্রান্ত প্রস্তাব অনুমোদিত হয়। ২০১৭ সালে সোশ্যাল ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ নেয় এস আলম গ্রুপ। গত বছর আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশ ব্যাংক ব্যাংকটির পরিষদ ভেঙে দিয়ে নতুন করে তা গঠন করে। এতে সাবেক চেয়ারম্যান রেজাউল হক ও চারজন স্বতন্ত্র পরিচালককে অন্তর্ভুক্ত করা হয়। নতুন পর্ষদের চেয়ারম্যান হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এম সাদিকুল ইসলাম। তবে এক বছরের বেশি...