১৩ অক্টোবর ২০২৫, ১২:১৫ এএম | আপডেট: ১৩ অক্টোবর ২০২৫, ১২:১৫ এএম কওমি মাদরাসা শিক্ষাবোর্ডের অনুমোদিত ও পটিয়া আল জামেয়া ইসলামিয়া কাসেমুল উলুম মাদরাসার তত্ত্বাবধানে পরিচালিত আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিসের এক সমাবেশ গতকাল মাদরাসার দারুল হাদিস মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পটিয়া আল জামিয়া মাদরাসার মহাপরিচালক মুফতি আবু তাহের কাসেমী নদভী। জামিয়ার সিনিয়র মুহাদ্দিস মাওলানা কাজী মুহাম্মদ আখতার হোসাইন আনোয়ারীর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে মুফতি আবু তাহের নদভী বলেন, কওমি মাদরাসা শুধু শিক্ষা বিস্তার নয় দেশের সঙ্কটময় পরিস্থিতিতেও ভূমিকা রাখছে। তিনি সকল শিক্ষার্থীদের দ্বীনি শিক্ষা গ্রহণে কঠোর পরিশ্রম করার আহ্বান জানান। সভায় দেশব্যাপী বিভিন্ন জামিয়া ও মাদরাসার মুহতামিম ও প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন- মাওলানা শাহ সালাহউদ্দিন নানুপুরী (জামিয়া ওবায়দিয়া নানুপুর), মাওলানা হাফেজ খোবায়েব (জামিয়া আরাবিয়া জিরি), মাওলানা হাবিবুল্লাহ...