রাজধানীর নিউমার্কেট বিশ্বাস বিল্ডার্সে সিটি কমপ্লেক্স মার্কেটের চতুর্থ ও নিচ তলায় হওয়া চুরির ঘটনায় ব্যবহৃত সরঞ্জাম ও নগদ টাকাসহ ঘটনায় জড়িত একজনকে গ্রেপ্তার করেছে ডিএমপির নিউমার্কেট থানা পুলিশ। গত শুক্রবার বরগুনা জেলার বামনা থানাধীন পূর্ব বলায় বুনিয়া নামক গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে গত ৪ অক্টোবর রাতে নিউমার্কেট থানাধীন নিউমার্কেট সিটি কমপ্লেক্স মার্কেটের চতুর্থ ও নিচ তলায় কাটা শাবল ব্যবহার করে তালা ভেঙ্গে একটি দোকান থেকে ২০ লাখ ৯৯ হাজার ৪৫২ টাকা চুরি হয়।গ্রেপ্তার আসামির নাম মো. আলিম হাওলাদার (৩৬)। তিনি পিরোজপুর জেলার ইন্দুরকান্দি থানার মো. শাহজাহান হাওলাদারের ছেলে।নিউমার্কেট থানা সূত্র জানায়, গত ৪ অক্টোবর রাতে সিটি কমপ্লেক্স মার্কেটে চুরি হওয়ার পর থানায় একটি মামলা হয়। এরপর সহকারী পুলিশ কমিশনার জাহাঙ্গীর কবিরের নির্দেশনায় এবং ওসি একেএম...