বাংলাদেশিদের পদচিহ্ন এখন পৃথিবীর প্রায় প্রতিটি প্রান্তে। তবে বিস্ময়কর হলেও সত্য, ওশেনিয়ার এক ক্ষুদ্র দ্বীপদেশে এমন এক দেশ রয়েছে, যেখানে প্রায় প্রতি ১২ জনের মধ্যে ১ জনই বাংলাদেশি! নাম শুনে হয়তো অনেকে চমকে উঠবেন এই দেশটি হলো পালাউ, প্রশান্ত মহাসাগরের পশ্চিমে অবস্থিত এক স্বপ্নময় দ্বীপরাজ্য। প্রশান্ত নীল সমুদ্র, রঙিন প্রবালপ্রাচীর আর অনিন্দ্য সুন্দর প্রাকৃতিক পরিবেশে ঘেরা পালাউকে বলা হয় ‘ওশেনিয়ার স্বর্গরাজ্য’। আয়তনে ছোট হলেও পর্যটন স্বর্গ হিসেবে এর খ্যাতি বিশ্বজোড়া। স্বচ্ছ নীল জলরাশিতে ডুব দিয়ে দেখা যায় বিরল সামুদ্রিক প্রাণী, নানা রঙের মাছ, এমনকি শত শত প্রজাতির হাঙর। এখানকার বিখ্যাত ‘জেলিফিশ লেক’-এ লাখ লাখ জেলিফিশ ভেসে বেড়ায় যা পৃথিবীর অন্য কোথাও দেখা যায় না। প্রায় ৩৪০টি ছোট-বড় দ্বীপ নিয়ে গঠিত পালাউয়ের জনসংখ্যা মাত্র ২৪ হাজারের মতো। তবুও প্রকৃতি, শান্তি আর...