ময়মনসিংহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই জরুরি সভায় পরিবহন ভোগান্তি ও জনদুর্ভোগ কমানোর বিষয়ে আলোচনা হয়। সভায় জেলা মটর মালিক সমিতি, শ্রমিক ইউনিয়ন, প্রশাসন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা উপস্থিত ছিলেন। সভা শেষে জেলা প্রশাসক মো. মুফিদুল আলম জানান, “জনদুর্ভোগ বিবেচনায় সংশ্লিষ্ট সকল অংশীজনের সঙ্গে আলোচনার মাধ্যমে ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। তবে চলমান সমস্যাগুলো চিহ্নিত করে তা নিরসনের জন্য ৬ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। তাদের প্রস্তাবনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।” ময়মনসিংহ জেলা পুলিশের সুপার কাজী আখতার উল আলম বলেন, “জনদুর্ভোগকে প্রাধান্য দিয়ে সংশ্লিষ্টরা ধর্মঘট প্রত্যাহার করেছেন। অভ্যন্তরীণ...