ঝিনাইদহ শহরের গোবিনাথপুর ছাগল প্রজনন কেন্দ্রের পাশে একটি কাঠ আড়তের ভেতর থেকে তাছলিমা খাতুন (৩০) নামে এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। রোববার (১২ অক্টোবর) রাত ১০টার দিকে অভিযান পরিচালনা করে লাশটি উদ্ধার করা হয়। নিহত তাছলীমা খাতুন শহরের গোবিনাথপুর গ্রামের লাল মিয়ার স্ত্রী। এ ঘটনায় নিহতের স্বামী লাল মিয়া পলাতক রয়েছে। পলাতক লাল মিয়া শহরের গোবিনাথপুর গ্রামের আবুল হোসেনের ছেলে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যায় তাছলিমা খাতুন বাড়িতে না ফেরায় তার সন্তান বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করতে থাকে। একপর্যায়ে ছেলে রাত ৮টার দিকে ছাগল প্রজনন কেন্দ্রের পাশে কাঠ আড়তের ভেতরে বস্তাবন্দি একটি লাশ পড়ে থাকতে দেখে। ঘটনাটি এলাকার সাবেক কমিশারকে জানানো হলে তিনি বিষয়টি প্রশাসনকে জানান। খবর পেয়ে ঝিনাইদহ থানার পুলিশ, র্যাব, সিআইডি ঘটনাস্থল ঘিরে রেখে উদ্ধার অভিযান চালায়।...