বিগত ৫০ বছরে আফ্রিকা মহাদেশে ১.২ ট্রিলিয়ন ডলারেরও বেশি বৈদেশিক সাহায্য দেওয়া হয়েছে, অথচ যখন এই সাহায্য কার্যক্রম শুরু হয়েছিল, তার তুলনায় আজ আফ্রিকার দারিদ্র্যের হার তিন গুণেরও বেশি। এ নিয়ে লিখেছেন অনিন্দ্য নাহার হাবীব বিগত ৫০ বছরে আফ্রিকা মহাদেশে ১.২ ট্রিলিয়ন ডলারেরও বেশি বৈদেশিক সাহায্য দেওয়া হয়েছে, যা স্পেন, অস্ট্রেলিয়া বা দক্ষিণ কোরিয়ার মতো দেশের বার্ষিক উৎপাদনের (জিডিপি) চেয়েও বেশি। কিন্তু আশ্চর্যজনকভাবে, যখন এই সাহায্য কার্যক্রম শুরু হয়েছিল, তখন আফ্রিকার মাত্র ১১% মানুষ দারিদ্র্যসীমার নিচে বাস করত; অথচ ১৯৯০-এর দশকে সেই হার বেড়ে দাঁড়ায় ৬৬ %-এ। বর্তমানে এটি প্রায় ৩৮% অর্থাৎ সাহায্য কার্যক্রমের সূচনাকালের তুলনায় এখনো তিনগুণেরও বেশি। ১৯৫০-এর দশকে একজন পশ্চিম ইউরোপীয় গড়ে একজন আফ্রিকানের চেয়ে মাত্র পাঁচ গুণ বেশি ধনী ছিলেন। আজ সেই ব্যবধান ১৩ গুণে পৌঁছেছে।...