শৃঙ্খলা ভাঙার অভিযোগে দলের দক্ষিণাঞ্চলের সংগঠক মুনতাসির মাহমুদকে ‘অব্যাহতি’ দিয়েছে জাতীয় নাগরিক পার্টি —এনসিপি। রোববার রাত ৯টার দিকে দলের ফেইসবুক পেইজে কারণ দর্শানোর নোটিস ও অব্যাহতির আদেশ প্রকাশ করা হয়। নোটিসে কোনো কারণ উল্লেখ না করে বলা হয়েছে, “আপনার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলাভঙ্গের গুরুতর অভিযোগ উত্থাপিত হয়েছে। এমন অবস্থায় আপনার বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া যাওয়ায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশ মোতাবেক আপনাকে দলের সব ধরনের সাংগঠনিক কর্মকাণ্ড থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হলো। এ অব্যাহতি আদেশ আজ থেকে কার্যকর হবে।” কেন মুনতাসিরকে স্থায়ীভাবে অব্যাহতি দেওয়া হবে না, তার লিখিত ব্যাখ্যা দলের কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটির প্রধান আবদুল্লাহ আল-আমিনের কাছে ৪৮ ঘণ্টার মধ্যে দিতে বলা হয়েছে নোটিসে। কয়েক দিন ধরে আওয়ামী লীগ সংশ্লিষ্টতার অভিযোগে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির...