পাবনার ঈশ্বরদীতে চকলেট খাওয়ার প্রলোভন দিয়ে এক স্কুলছাত্রকে যৌন নির্যাতনের ঘটনায় ক্ষোভে ফুঁসে উঠেছে এলাকাবাসী ও স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা। গতকাল রবিবার বিকেলে উপজেলার সলিমপুর ইউনিয়নের বড়ইচারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে স্কুল কর্তৃপক্ষ ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বক্তারা এ ঘটনায় অভিযুক্ত আব্দুর রহিমের (৫৮) দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এলাকাবাসী জানায়, গত ২৬ সেপ্টেম্বর ওই ছাত্রকে চকলেট খাওয়ার প্রলোভন দিয়ে আব্দুর রহিম পার্শ্ববর্তী একটি লিচু বাগানে নিয়ে যৌন নির্যাতন করেন। এ ব্যাপারে ওই ছাত্রের...