কুয়েতে চাকরি করা ৫৫৯ সাবেক সেনাসদস্যের পেনশনের টাকা পরিশোধ করার দাবি জানানো হয়েছে। রোববার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচিতে ওই দাবি জানান কুয়েত ফেরত সেনাসদস্য। ল্যান্স কর্পোরাল (অবঃ) মো. আমির হামজার সভাপতিত্বে কর্মসূচিতে বক্তৃতা করেন, অব. ল্যান্স কর্পোরার সানোয়ার হোসেন। ম্যাচ ওয়েটার মতিয়ার অব. সৈনিক লাভলু মিয়া প্রমুখ। বক্তারা বলেন, আমরা কুয়েত ও বাংলাদেশ সরকারের চুক্তি মোতাবেক কুয়েত সেনাবাহিনীর এসটিএমকে সেলে কর্মরত ছিলাম। কিন্তু ২০২০ সালে মহামারি করোনার সময় সারা বিশ্বে লগডাউন ও যোগাযোগ ব্যবস্থা বন্ধের সময় সেলের কতিপয় সৈনিককে চাকুরি থেকে অব্যাহতি দিয়ে কুয়েতের বিমানবাহিনীর কারগো বিমানযোগে আমাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেয়। আমরা কুয়েত কর্তৃপক্ষের কাছে পেনশনের টাকা দাবি করলে এসটিএমকে সেলের দুজন কর্মকর্তা আমাদের বলে যে, তোমরা কুয়েত আদালতের সত্যায়িত ফরমে এসটিএমকে সেলে কর্মরত সৈনিকদের নামে নমিনি করলে...