
ঢাকায় অবস্থিত ঐতিহ্যবাহী অরাজনৈতিক সামাজিক সংগঠন চট্টগ্রাম সমিতির ঢাকা কার্যালয় বর্তমানে অবৈধ দখলে রয়েছে বলে অভিযোগ করেছেন প্রতিষ্ঠানটির আজীবন সদস্যরা। তারা বলেন, রাজধানীর তোপখানা রোডে অবস্থিত সমিতির কার্যালয়ে বহিরাগতদের শোডাউন এবং রাত্রীকালীন অবস্থান, আদালতের রায় অমান্য করে স্বাভাবিক কার্যক্রমে বাধাদান ও আর্থিক জালিয়াতির মাধ্যমে অর্থ আত্মসাৎ করা হচ্ছে। রোববার (১২ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক জরুরি সংবাদ সম্মেলনের মাধ্যমে এ অভিযোগ করেন সমিতির জীবন সদস্যরা। এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম সমিতির ঢাকা কার্যালয়ের আরিফ উদ্দিন, প্রকৌশলী জয়নুল আবেদীন প্রমুখ। সংবাদ সম্মেলনে বলা হয়, এম এ হাশেম রাজু নামে এক ব্যক্তি, যিনি চট্টগ্রাম সমিতি-ঢাকা’র জীবন সদস্য নন, তিনি একটি মনগড়া এডহক কমিটি গঠন করে জোরপূর্বক সমিতি দখলে নিয়েছেন। নিজেকে স্বঘোষিত আহ্বায়ক দাবি করছেন। তার নেতৃত্বে একটি চক্র দিনের বেলায় কার্যালয়ের নিচে শোডাউন...