অ্যালিসা হিলির সেঞ্চুরি এবং অন্যদের অবদানে একটি প্রথমের দেখা পেয়েছে উইমেন’স বিশ্বকাপ। এই টুর্নামেন্টে প্রথমবার তিনশ ছাড়ানো রান তাড়া করে জিতেছে কোনো দল। ভারতের বিপক্ষে রোমাঞ্চকর লড়াইয়ে অবশ্য ওয়ানডে ইতিহাসেই সর্বোচ্চ রান করে জয়ের বিশ্ব রেকর্ড গড়েছে অস্ট্রেলিয়া। ভিশাখাপাত্নামে রোববার বারবার মোড় বদলের ম্যাচে ৩ উইকেটে জিতেছে অস্ট্রেলিয়া। ভারতের ৩৩০ রান তারা ছাড়িয়ে হেছে ৬ বল বাকি থাকতে। নারী ওয়ানডেতে এতদিন কেবল একবার তিনশ ছাড়ানো লক্ষ্য তাড়া করতে পেরেছিল কোনো দল। ২০২৪ সালে দক্ষিণ আফ্রিকার ৩০১ রান তাড়ায় ৬ উইকেটে জিতেছিল শ্রীলঙ্কা। রেকর্ডটি নিজেদের করে নেওয়ার পাশাপাশি বিশ্বকাপে পয়েন্ট তালিকার চূড়ায় উঠল অস্ট্রেলিয়া। টস হেরে ব্যাট করতে নেমে দুই ওপেনারের ফিফটিতে দুর্দান্ত শুরু পায় ভারত। তবে উদ্বোধনী জুটি প্রায় ২৫ ওভার টিকলেও শেষ পর্যন্ত পুরো ৫০ ওভার ব্যাট করতে পারেনি...