ডিসেম্বরে একুশে বইমেলা করাসহ তিনটি প্রস্তাব উঠে এসেছে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির এক মতবিনিময় সভায়। রোববার বাংলাদেশ জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে হয় এ সভা হয়। শিরোনাম ছিল, ‘বইমেলা অনিশ্চয়তার সময়ে: লেখক–পাঠক–প্রকাশক মতবিনিময় সভা’। এতে প্রকাশক, লেখক, পাঠকেরা বক্তব্য দেন। ২০২৬ সালের অমর একুশে বইমেলা আয়োজন নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তা ও বিলম্ব নিয়ে উদ্বেগ প্রকাশ করেন কেউ কেউ। সমিতির বইমেলা স্ট্যান্ডিং কমিটির সভাপতি আবু বাশার ফিরোজ শেখ বলেন, “নির্বাচনের পর মেলা করার প্রস্তাব বাস্তবতার সাংঘর্ষিক। কারণ, ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে জাতীয় নির্বাচন, এরপর রোজা ও ঈদুল ফিতর। এ কারণে এপ্রিলের আগে মেলা আয়োজন কার্যত অসম্ভব।” “অন্যদিকে এপ্রিলের তীব্র গরম ও পরবর্তী ঝড়-বৃষ্টির সময়ে বিশাল মেলার কাঠামো নিরাপদে নির্মাণ ও পরিচালনাও বাস্তবসম্মত নয়।” সভায় কেউ কেউ বলেন, বইমেলা বাংলাদেশের...