প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ‘আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু ও নিরাপদ হবে। আমরা ইন্টারনেট বন্ধ করার পক্ষে না। আমি চাই ইনফরমেশন ফ্লো-টা চালু থাকুক। আমরা স্বচ্ছ নির্বাচন উপহার দিতে চাই। রাতের অন্ধকারের ভোট চাই না। আমরা চাই পরিষ্কার-পরিচ্ছন্ন সবার দৃষ্টিগোচর হয় এমন নির্বাচন।’ রোববার,(১২ অক্টোবর ২০২৫) চট্টগ্রাম সার্কিট হাউজে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। মতবিনিময় সভায় আলোচনার বিষয় তুলে ধরে সিইসি জানান, আগামী নির্বাচনটা সুন্দর করার জন্য কি কি চ্যালেঞ্জ সামনে আসতে পারে। কীভাবে এই চ্যালেঞ্জগুলো মোকাবিলা করতে পারি, এ বিষয়ে আলোচনা করেছি কর্মকর্তাদের সঙ্গে। এনসিপির প্রতীক নিয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেন, যে দল নিবন্ধন পায়, তাদের আমাদের যে নির্ধারিত প্রতীকের তালিকা আছে ওখান থেকে প্রতীক নিতে হয়। এনসিপির...