ইসি সচিবালয়ের কর্মকর্তারা জানান, গত ফেব্রুয়ারিতে গুলশানা উপজেলা/থানা অফিসারের কাছে ভোটার এলাকা স্থানান্তরের আবেদন করেন মুহাম্মদ ইউনূস। ১৭ ফেব্রুয়ারি ইসির এনআইডি উইং মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর তা অনুমোদন করেন এবং পরদিনই তা সংশোধন করে তথ্য হালনাগাদ করা হয়। প্রধান উপদেষ্টার নতুন ভোটার এলাকা ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ১৯ নম্বর ওয়ার্ডে পড়েছে। গুলশান ১ ও ২, বনানী এবং কড়াইল এলাকা নিয়ে এই ওয়ার্ড গঠিত। ঠিকানা বদল হওয়ায় মুহাম্মদ ইউনূসকে আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে হবে গুলশানের নির্ধারিত কেন্দ্রে। প্রধান উপদেষ্টার ভোটার এলাকা স্থানান্তরের কাজ গত ফেব্রুয়ারিতে সম্পন্ন হলেও আট মাসের মাথায় রোববার,(১২ অক্টোবর ২০২৫) তা সাংবাদিকরা জানতে পারেন। ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে গত ২০ জানুয়ারি বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ শুরু হয়। এ...