আগামী সংসদ নির্বাচন সুষ্ঠু করার ক্ষেত্রে কর্মকর্তারা ক্ষমতার সঠিক ব্যবহার না করলে শাস্তির মুখোমুখি হবেন বলে হুঁশিয়ার করেছেন নতুন জনপ্রশাসন সচিব এহছানুল হক। ‘দলীয় নির্দেশনার ঊর্ধ্বে উঠে’ দায়িত্ব পালনের ঘোষণা দিয়ে জনপ্রশাসন সচিব বলেন, ‘আমি কখনো কোনো দলীয় নির্দেশে কাজ করিনি। এখনো করি না, ভবিষ্যতেও করবো না।’ দায়িত্ব নেয়ার পর রোববার,(১২ অক্টোবর ২০২৫) প্রথম দিনই নতুন তিনি এ কথা বলেন। এদিন দুপুরে তিনি নিজ দপ্তরে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। জনপ্রশাসন সচিবের পদটি তিন সপ্তাহ শূন্য থাকার পর রোববার, এহছানুল হককে সেই দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। এত দিন তিনি সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিবের দায়িত্বে ছিলেন। নির্বাচনের বিষয়ে এহছানুল হক আরও বলেন, ‘প্রিজাইডিং অফিসার ক্ষমতাবান থাকবেন, উনি যদি ক্ষমতার ব্যবহার না করেন, তাহলে তার বিচার হবে। তাদের...