অ্যান্টার্কটিকা মহাদেশের সমুদ্রতলের ফাটল থেকে বুদবুদের মতো করে বের হচ্ছে উচ্চমাত্রার মিথেন গ্যাস এমন উদ্বেগজনক তথ্য জানিয়েছেন বিজ্ঞানীরা। তাদের মতে, অ্যান্টার্কটিকার উত্তর উপকূলীয় রস সাগরের তলদেশে এই গ্যাস নিঃসরণ ঘটছে, যা জলবায়ু পরিবর্তনের জন্য মারাত্মক হুমকি তৈরি করতে পারে। বিশ্বের সমুদ্রতলে মিথেন গ্যাসের বিশাল ভাণ্ডার থাকলেও অ্যান্টার্কটিকার বরফমুক্ত উপকূলীয় অঞ্চলে এই গ্যাসের উপস্থিতি বিজ্ঞানীদের নতুন করে চিন্তায় ফেলেছে। শিপবোর্ড ওয়াটার কলাম অ্যাকুস্টিক সার্ভে ও রিমোটলি অপারেটেড ভেহিকেল (আরওভি)-এর মাধ্যমে বিজ্ঞানীরা উত্তর ভিক্টোরিয়া ল্যান্ড ও ম্যাকমার্ডো সাউন্ড এলাকার অগভীর উপকূলীয় অঞ্চলে অসংখ্য স্থানে মিথেন গ্যাস নির্গমনের ঘটনা শনাক্ত করেছেন। গবেষণায় বলা হয়, “বরফের চাপ কমে যাওয়ায় হিমবাহের নিচে থাকা হাইড্রেট ভাণ্ডারের ওপর পানির চাপও কমে যায়। ফলে সেই অঞ্চল থেকে মিথেন গ্যাস বের হওয়ার প্রবণতা বেড়ে যায়।” এছাড়াও, বরফমুক্ত অঞ্চলে সংরক্ষিত...