জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) টি-টোয়েন্টিতে আবারও রাজত্ব দেখাল রংপুর। প্রথম আসরের মতো দ্বিতীয় আসরেও শিরোপা জিতল উত্তরবঙ্গের দলটি। রোববার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে খুলনা বিভাগের বিপক্ষে ৮ উইকেটে জয় দিয়ে আকবর আলীর নেতৃত্বাধীন রংপুর চ্যাম্পিয়ন হয়েছেন। লিগ পর্বে তিনটি ম্যাচ হারের পর পেছনে থাকা রংপুর এলিমিনেটর খেলায় টিকে থেকে ফাইনালে পৌঁছায়। এলিমিনেটরসহ পরবর্তী তিনটি ম্যাচে ধারাবাহিক জয় পেয়ে টানা দ্বিতীয়বারের শিরোপা ধরে রাখল দলটি। ফাইনালে টসে জিতে রংপুর খুলনাকে ব্যাটিংয়ে পাঠায়। ম্যাচের প্রথম ওভারে নাসুম আহমেদের ঘূর্ণি বলে ওপেনার মোহাম্মদ ইমরানউজ্জামান স্লিপে অনিক সরকারের হাতে ক্যাচ দিয়ে ফেরেন। এরপর সৌম্য সরকার ও এনামুল হক বিজয় আগের উইকেটের আগেই আউট হওয়ায় খুলনা ভেঙে পড়ে। ১২.৫ ওভারে ৫ উইকেট হারিয়ে ৬৯ রানে পৌঁছানো খুলনা ইনিংসে আফিফ হোসেন ও শেখ পারভেজ...